Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মাহফুজ-বুবলীকে নিয়ে যা বললেন সুবর্ণা মুস্তাফা




মাহফুজ-বুবলীকে নিয়ে যা বললেন সুবর্ণা মুস্তাফা আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। ইতোমধ্যে এই সিনেমা ছাড়পত্র পেয়েছে। অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। সংগৃহীত ছবি ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছের মাহফুজ আহমেদ। এতে দর্শকরা বেশ আনন্দিত। জনসাধারণের পাশাপাশি উচ্ছ্বসিত অভিনেতা-অভিনেত্রীরাও।

আরও পড়ুন: প্রিয়তমা সিনেমার প্রথম গান ‘কোরবানি কোরবানি’ প্রকাশ্যে শুক্রবার (২৩ জুন) ‘প্রহেলিকা’ সিনেমাকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। ভিডিও বার্তায় তিনি সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়েছেন। সুবর্ণা মুস্তাফা বলেন, “‘প্রহেলিকা’ সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভকামনা। এই ছবির একটি বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড় পর্দায় ফের আগমন হচ্ছে; মাহফুজ আহমেদ। আমি ছবির যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুব ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই ছবিটি বড় পর্দায় দেখবো।” সিঁড়ি থেকে পড়ে আহত সুবর্ণা মুস্তাফা সুবর্ণা মুস্তাফা। ভিডিওতে বুবলীর প্রশংসা করে অভিনেত্রী বলেন, বর্তমানের নামকরা অভিনেত্রী বুবলী আছে সিনেমাটিতে। আর বুবলীর সে মেকআপ, গেটআপ দেখলাম, বুবলীরও যে মেকআপ, গেটআপ দেখলাম, তাতে বুবলীকে অন্যভাবে দেখা গেছে। যতটুকু অভিনয় দেখলাম, সেখানে নির্মাতা খুব অন্যভাবে উপস্থাপন করেছে মাহফুজ-বুবলীকে। আমার কাছে তাদের একসঙ্গে দেখতে খুবই ভালো লেগেছে। সুবর্ণা মুস্তাফা আরও বলেন, ‘আশা করছি পুরো ছবিটি খুবই ভালো হবে। ‘প্রহেলিকা’র জন্য শুভকামনা। যেহেতু ঈদের ছবি, আশা করি দর্শক হলে গিয়ে দেখবে।’ আরও পড়ুন: ঈদুল আজহায় আসছে মাহফুজ-বুবলীর ‘প্রহেলিকা’ পরিচালক চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। প্রথম গান দিয়েই মুগ্ধতা ছড়ালেন মাহফুজ-বুবলী প্রহেলিকা সিনেমার একটি দৃশ্য ‘প্রহেলিকা’ সিনেমায় আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply