Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » দুটি জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন মা




যুক্তরাষ্ট্রের নাগরিক কেলসি হ্যাচারের দুটি জরায়ু। তিনি অ্যালাবামা অঙ্গরাজ্যের বাসিন্দা। জন্মগতভাবেই তিনি এমন। যদিও এটি একটি বিরল ঘটনা। তার বয়স যখন ১৭ বছর, তখন তিনি জানতে পারেন তার জরায়ু দুটি। এবার আরও বিরল ঘটনা ঘটেছে তার জীবনে। তিনি দুই জরায়ুতে দুটি সন্তান ধারণ করেছেন। আলাদা দুই দিনে দুই সন্তানের জন্মও দিয়েছেন কেলসি। দুই সন্তান কোলে কেলসি হ্যাচার। ছবি:সংগৃহীত শুক্রবার (২২ ডিসেম্বর) তার ইনসটাগ্রাম অ্যাকাউন্টে নিজেই এ সুখবর জানিয়েছেন। ৩২ বছর বয়সি কেলসি লিখেছেন, ‘আমাদের অলৌকিক শিশুরা পৃথিবীতে এসেছে।’ গত মঙ্গলবার রাত আটটার দিকে দ্য ইউনিভার্সিটি অব অ্যালাবামা এট বার্মিংহাম (ইউএবি) হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর পরদিন বুধবার জন্ম দেন আরেক সন্তানের। আরও পড়ুন: বড়দিন / কেনাকাটায় ব্যস্ত বাবা, ঘরে আগুনে পুড়ে ৫ শিশুর মৃত্যু চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, কেলসির এ ঘটনাকে বলে ‘ইউটেরাস ডিডেলফিস’। এটি একটি বিরল ঘটনা। বিশেষজ্ঞদের মতে, বিশ্বে দশমিক ৩ শতাংশ নারী দুটি জরায়ু নিয়ে জন্ম নেন। ২০১৯ সালে বাংলাদেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সি একজন নারীর শরীরে দুটি জরায়ু পাওয়া যায়। তিনিও দুটি জরায়ুতে দুই সন্তান ধারণ করেছিলেন। প্রায় এক মাসের ব্যবধানে জন্ম দেন তাদের। আরও পড়ুন:মৃত ঘোষণার ২৪ মিনিট পর জেগে উঠলেন নারী, জানালেন অভিজ্ঞতা গত মে মাসে অন্তঃসত্ত্বা কেলসি নিয়মিত আলট্রাসাউন্ড করাতে গিয়ে জানতে পারেন, তাঁর দুই জরায়ুতে দুটি ভ্রূণ আছে। কেলসির চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ইউএবির প্রফেসর রিচার্ড ডেভিস জানান, দুটি শিশুই ভালোভাবে বেড়ে ওঠার জন্য যথেষ্ট জায়গা পেয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply