ব্যাট’ ছাড়াই নির্বাচনী ইনিংস খেলবে পিটিআই! পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলীয় নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে দলটির নির্বাচনী প্রতীক প্রত্যাহার করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। তাই সমান সুযোগের (লেভেল প্লেয়িং ফিল্ড) আশ্বাস সত্ত্বেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে পছন্দের প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ ছাড়াই নির্বাচনী ইনিংস খেলতে হবে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য ডনের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক প্রত্যাহার করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। ছবি: সংগৃহীত পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) শুক্রবারের মধ্যে পিটিআইয়ের দলীয় নির্বাচন এবং নির্বাচনী প্রতীকের বিষয়ে ‘আইন অনুসারে’ সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এর এক দিন পর এ স্থগিত রায় ঘোষণা করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসিপি পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করে দেয়। পাকিস্তানে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ড এভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরীক্ষা করা নজিরবিহীন ঘটনা। এর পর নির্বাচন কমিশন আসন্ন সাধারণ নির্বাচনে দলটিকে নির্বাচনী প্রতীক পাওয়ারও অযোগ্য ঘোষণা করে। ইসিপি তার ১১ পৃষ্ঠার আদেশে বলেছে, পিটিআই ২৩ নভেম্বর ২০২৩ তারিখে দেয়া আমাদের নির্দেশাবলী মেনে চলেনি। দলটি তাদের বর্তমান সংবিধান এবং নির্বাচনী আইন ২০১৭ এবং নির্বাচনী বিধিমালা ২০১৭ অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আরও পড়ুন: পাকিস্তানে নির্বাচন /আরও বড় দুঃসংবাদ পেল ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ারম্যান গওহর খানের দায়ের করা একটি সনদপত্র এবং ফর্ম-৬৫ প্রত্যাখ্যান করে কমিশন নির্বাচন আইন ২০১৭-এর ২১৫ ধারার অধীনে দলটিকে নির্বাচনী প্রতীক পাওয়ার অযোগ্য ঘোষণা করে। নির্বাচন কমিশন দলীয় প্রতীক বাতিল করার যে সিদ্ধান্ত দিয়েছে, তাকে ষড়যন্ত্র অভিহিত করে এর নিন্দা জানিয়েছে পিটিআই। দলটির বর্তমান চেয়ারম্যান গহর আলী খান এ অভিযোগ তুলে বলেন, ইসিপির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। গহর আলী খান বলেন, নির্বাচন কমিশন নিয়ে শুরু থেকেই তাদের উদ্বেগ ছিল। তার অভিযোগ, ইসিপি পিটিআইয়ের সবকিছু যেভাবে নজরদারি করে, আর কোনো দলের ক্ষেত্রে তা করে না। গহর আলী খান আরও বলেন, ‘দলের গঠনতন্ত্র ও সংবিধান অনুযায়ী আমরা অভ্যন্তরীণ নির্বাচন করেছি। পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনে কোন আইন অথবা সংবিধানের কোন ধারার লঙ্ঘন হয়েছে, সেটা আমাদের জানাতে বলেছি নির্বাচন কমিশনকে।’ আরও পড়ুন: সাইফার মামলায় ইমরান খান ও কুরেশির জামিন পিটিআইয়ের প্রতীক বাতিল করার ইসিপির এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে গহর আলী খান বলেন, ‘পিটিআইয়ের কাছ থেকে ব্যাট প্রতীক কেড়ে নেয়ার ব্যাপারে ইসিপি আগে থেকেই পরিকল্পনা করছিল।’ এদিকে, ইসিপির সিদ্ধান্তের খবর প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরই পিটিআই এ সিদ্ধান্তকে ‘বিখ্যাত লন্ডন পরিকল্পনা’ এবং পিটিআইয়ের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর একটি ‘জঘন্য ও লজ্জাজনক অপচেষ্টা’ বলে আখ্যায়িত করেছে। পিটিআই বলেছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে। দলটি আরও বলেছে, এত কিছুর পরও তারাই আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হবে। এছাড়া যা-ই ঘটুক না কেন, তাদের প্রার্থীরা ব্যাট প্রতীক নিয়েই ভোটে লড়বেন। পাকিস্তানের বিধান অনুযায়ী, কোনো দল প্রতীক পেতে ব্যর্থ হলে তাদের প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে। আরও পড়ুন: তোশাখানা মামলা /সাজা বহাল, নির্বাচনে ‘অযোগ্য’ ইমরান খান! ১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। ২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এর তিন বছর পরই ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে হেরে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারিত হন। তার বিরুদ্ধে বর্তমানে দেড় শতাধিক মামলা রয়েছে। দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দি রয়েছেন। জাতীয় নির্বাচনের আগে তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।Slider
বিশ্ব
জাতীয়
মেহেরপুর জেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
মেহেরপুর সদর উপজেলা
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
Featured
»
lid news
»
others
»
world
» ব্যাট’ ছাড়াই নির্বাচনী ইনিংস খেলবে পাকিস্তান পিটিআই!
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: