আকাশে উড়ছে হরিণ, ভিডিও ভাইরাল!
হরিণের তো আর ডানা নেই যে উড়ে বেড়াবে। তারপরও তিনটি হরিণকে আকাশে উড়তে দেখা গেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউটাহর ডিভিশন অব ওয়াইল্ডলাইফ রিসোর্সেস (ডিডব্লিউআর) এরকম একটি ভিডিও শেয়ার করেছে।
একটি হেলিকপ্টার তিনটি হরিণকে বয়ে নিয়ে যাচ্ছে। ছবি: ভিডিও থেকে নেয়া
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহতে কিছু হরিণকে হেলিকপ্টারে করে সরানো হয়।
ইউটাহর বন্যাপ্রাণী সম্পদ বিভাগ কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টার আকাশে উড়ছে। আর সেই কপ্টার থেকে একটি মোটা দড়ি নিচে ঝুলছে। দড়িতে আবার তিনটি ভাগে তিনটি হরিণকে চারিদিক থেকে বিশেষভাবে ঘিরে উড়িয়ে আনা হচ্ছে। তারাও হেলিকপ্টারে ঝুলে আকাশপথে উড়ছে। এভাবেই তাদের একটি প্রান্তরে নিয়ে আসা হয়। তারপর মাটিতে নামানো হয়।
আরও পড়ুন: উপর দিয়ে চলে গেল ট্রেন, বেঁচে গেলেন দুই সন্তানসহ নারী (ভিডিও)
সেখানে নামানোর পর তাদের শরীরে জড়ানো বিশেষ সুরক্ষা চাদর খুলে দেন বনকর্মীরা। মুক্ত হয়েই হরিণরা গা ঝাড়া দিয়ে সোজা দৌড় মারে প্রকৃতির বুকে। তবে তাদের গলায় একটি কলার লাগানো থাকে।
Tag: English News lid news others world
No comments: