দেশবিরোধীদের তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন বানচালে দেশে বিরোধীদলগুলো যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তার প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন আর কোন ভুল তথ্য দিয়ে কারো সহানুভূতি আদায় করা যাবে না।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ফাইল ছবি:
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের বদিকোনা মারকাজে ইজতেমা মাঠে জুমআর নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আরও পড়ুন: অযাচিত চাপের অভিযোগ তুলে জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
এসময় তিনি বলেন, দেশে গ্রেফতার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাও ভাবে কোন নেতাকর্মীকে গ্রেফতার করছে না সরকার। যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িয়েছেন তাদের চিহ্নিত করেই শুধুমাত্র গ্রেফতার করা হচ্ছে।
Tag: English News lid news national
No comments: