Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » দুরন্ত বিশ্বকাপের জের! অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি




:

Arjuna Award: মহম্মদ শামি বাদেও আরও ২৫ জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার সম্মান দেওয়া হচ্ছে। National Sports Awards 2023 Dhyan Chand Khel Ratna Chirag Shetty Mohammed Shami Arjuna Awards know list National Sports Awards 2023: দুরন্ত বিশ্বকাপের জের! অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি অর্জুন পুরস্কার পুরস্কৃত শামি (ছবি: পিটিআই) নয়াদিল্লি: দিন কয়েক আগে শেষ হওয়া বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি বটে, তবে তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি অনবদ্য বোলিং করে সকলেরই নজর কেড়েছিলেন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ না খেললেও, বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন শামি। এই দুরন্ত বিশ্বকাপের সুফল পেতে চলেছেন তিনি। মহম্মদ শামিকে (Mohammed Shami) অর্জুন পুরস্কার (Arjuna Award) দেওয়া হচ্ছে। ভারতীয় ক্রীড়াবিদদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হল অর্জুন পুরস্কার। ক্রীড়াক্ষেত্রে অনবদ্য পারফরম্যান্সের ফলেই কোনও ক্রীড়াবিদ এই পুরস্কার পান। শামি বিশ্বকাপের মাত্র সাত ম্যাচে ২৪টি উইকেট নেন। এই গোটা বছরই ওয়ান ডে ক্রিকেটে দাপট দেখিয়েছেন শামি। ১৯টি ৫০ ওভারের ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় দলের তিন ফর্ম্যাটে এক নম্বর দল হয়ে উঠার পিছনেও শামির অবদান ছিল অনস্বীকার্য। এবার তারই সুফল পাচ্ছেন তিনি। খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিকভাব তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। তবে শুধু শামি একা নন, আরও ২৫ জন ক্রীড়াবিদকেও এই বছরে অনবদ্য পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিও এই বছরে একাধিক ট্রফি জিতে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। সাত্ত্বিক-চিরাগ ২০২৩ সালেই ভারতের ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে সোনা জেতেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব, ইন্দোনেশিয়ান ওপেন সুপার ১০০০ খেতাব, ভারতীয় তারকা জুটি সব এই বছরেই জিতেছেন। এছাড়াও গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক, কমনওয়েলথ গেমসে সোনা তো রয়েইছে। এই দুরন্ত সাফল্যই সাত্ত্বিক-চিরাগ জুটিকে খেলরত্ন এনে দিয়েছে। যুলকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে ভারতীয় ক্রীড়াবিদরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ২০২৪ সালের ৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনেই নিজেদের পুরস্কারগুলি গ্রহণ করবেন। তারকা শাটলার জুুটিকে তাই ভারতীয় ক্রীড়াবিদদের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (Dhyan Chand Khel Ratna) দিয়ে সম্মানিত করা হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply