রুশ–পাক যৌথ মহড়া//দিল্লিকে কিছুটা হতাশই করল পুটিনের রাশিয়া
দিল্লি ও ইসলামাবাদ: দিল্লিকে কিছুটা হতাশই করল পুটিনের রাশিয়া। ইসলামাবাদের সঙ্গে সামরিক সহযোগিতার কর্মসূচি অব্যাহত রাখল। পাকিস্তানে যৌথ মহড়া শুরু করল রাশিয়ার সেনা। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এই যৌথ মহড়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই। ভারত তা নিয়ে অসন্তোষও জানিয়েছিল মস্কোকে। উরির হামলার পর শোনা গিয়েছিল, মহড়া বাতিল করতে পারে রাশিয়া। কিন্তু তা হয়নি। তবে, পাক–অধিকৃত কাশ্মীরের গিলগিট–বালটিস্তান এলাকার রাট্টুতে মহড়া হচ্ছে না। হচ্ছে শুধু চেরাটে। ভারতের ক্ষোভ প্রশমনের জন্য, দিল্লিতে রুশ দূতাবাস থেকে কাল বেশি রাতে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, রাট্টুতে মহড়া হওয়ার খবরটি ভুল, দুরভিসন্ধিমূলক। খবরটি অবশ্য রাশিয়ার সংবাদ মাধ্যম থেকেই বেরিয়েছিল। রুশ দূতাবাসের বিবৃতিতে দাবি করা হয়েছে, এটি সন্ত্রাস–দমনের মহড়া। পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলে যখন একঘরে করার কূটনৈতিক অভিযান চালাচ্ছে ভারত, তখন রাশিয়ার এই পদক্ষেপ একটা ধাক্কা বইকি। শীতল যুদ্ধের যুগে পাকিস্তান ছিল সোবিয়েত ইউনিয়নের ঘোর শত্রু, আর ভারতের পরম মিত্র। আর এই মুহূর্তে ভারত–পাক সম্পর্ক ঘিরে যখন এতটা উত্তেজনা, তখনই সেই পাকিস্তানের সঙ্গে প্রথম যৌথ মহড়ায় অংশ নিচ্ছে রুশ সেনা। ইতিহাসের বিচিত্র গতি। পাকিস্তানে ২০০ রুশ সৈন্য এসেছে মহড়ার জন্য। মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মৈত্রী ২০১৬’। আসলে কিছুদিন ধরেই ছবিটা বদলাচ্ছিল। প্রতিরক্ষা বাণিজ্যে পাকিস্তান হয়ে উঠছে রাশিয়ার নতুন খদ্দের। রুশ হেলিকপ্টার কিনেছে পাকিস্তান, বিমানও কেনার কথা। এই পটভূমিতেই যৌথ মহড়া। নজর রাখছে দিল্লি। নজর রাখছে আমেরিকাও।
No comments: