জর্দানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতরা জর্দান হয়ে ওমরাহ হজ্ব করার জন্য সৌদি আরব যাচ্ছিলেন।
বুধবার রাতে সৌদি সীমান্তবর্তী জর্দানের মা’ন শহরের কাছে যাত্রীবাহী দ্রুতগামী একটি বাস মহাসড়ক থেকে ছিটকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। জর্দানের বেসামরিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আম্মান থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এটি রাস্তা দিয়ে ছিটকে খাদে পড়ে যায়।
জর্দানের সরকারি বার্তা সংস্থা পেতরা জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ওমরাহ হজ্বযাত্রীদের নিয়ে সৌদি আরব যাচ্ছিল।#১৭ মার্চ (রেডিও তেহরান):
No comments: