ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া; ব্যর্থ বলছে আমেরিকা
আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (শুক্রবার) সকালে তাদের পূর্ব উপকূলে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সুংয়ের জন্মদিনে এ পরীক্ষা চালানো হলো।
অবশ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ কথাও বলেছেন যে, উত্তর কোরিয়া কী ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং এর পাল্লা কী ছিল তা স্পষ্ট নয়। এর আগে উত্তর কোরিয়া যখন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছিল তখনও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকা ও তার মিত্র দেশগুলো।
সম্প্রতি উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পাশাপাশি বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। এ কারণে দেশটির ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। তবে তাতে থেমে যায়নি উত্তর কোরিয়া।#
No comments: