মুজিবনগর দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলার জনগনের দাবি
আবু লায়েছ লাবলু ।।। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর জেলার জনগনের দীর্ঘদিনের বেশকিছু দাবি আছে। দাবিগুলো হলো, মেহেরপুরের মুজিবনগর /বুড়িপোতা -ভারতের চাপড়া, নদীয়া স্থল বন্দর স্থাপন। মেহেরপুর/মুজিবনগরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। মেহেরপুর/মুজিবনগরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন। মেহেরপুর/মুজিবনগরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন। গ্যাস সংযোগ। মেহেরপুর/ মুজিবনগরে ১৩২ কেভি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। বাইপাস সড়ক নির্মান। মেহেরপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রেললাইন স্থাপন। ১৭ ই এপ্রিল মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা। অন্যান্য দাবিসমূহের মধ্যে আছে, মেহেরপুর সরকারি কলেজে অনার্সে নতুন সাবজেক্ট চালুসহ মার্স্টাস কোর্স চালুকরণ। মেহেরপুর জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকরণ। এসব দাবি মেহেরপুর জেলাবাসীর দীর্ঘদিনের। আজো বাস্তবায়ন হয়নি।
No comments: