মেহেরপুর শহরের উপকন্ঠে খন্দকারপাড়ার সাংবাদিক দীপুর মায়ের লাশ দাফন
আজ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় খন্দকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে খন্দকারপাড়া গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুমার নামাজে জানাজা অংশ গ্রহন করেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আমদাহ ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুবক্কর, অ্যাড. খন্দকার আব্দুল মতিন, বিশিষ্ট সাংবাদিক আবু লায়েছ লাবলু, আলামিন, মিজানুর রহমান, মাসুদ রানা, হামিদুলসহ স্থানীয় গ্রামবাসীরা।মেহেরপুর শহরের উপকন্ঠে খন্দকারপাড়ার সাংবাদিক কামরুলহাছান দীপুর মাতা হোননেয়ার খাতুন (৮০) বৃহস্প্রতিবার সন্ধার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে্ ইন্তেকাল ()ইন্নালিল্লাহে----- রাজিউন করেন ) শুক্রবার সকলাল ৯টায় খন্দকারপাড়ায় জানাজা শেষে কবরস্থানে দাফন করা হবে। মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার মরহুম খন্দকার আব্দুস সালাম মাষ্টারের স্ত্রী ও খন্দকার আব্দুস সবুর মাষ্টারের মা হুসনে আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনীত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে নামাজ পাড়ারত অবস্থায় তিনি ইন্তেকাল করেণ।
No comments: