আফগানিস্তান বিমান হামলায় ৪০ আইএসআইএল নিহত, আহত অনেক
আফগানিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির বিমান বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর অন্তত ৪০ সদস্য নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গাহারে এ ঘটনা ঘটেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দেলওয়ার ওয়াজিরি জানান।
তিনি বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে নাঙ্গাহারের অচিন জেলায় চালানো বিমান হামলায় অনেক আইএসআইএল আহতও হয়েছে। অচিনের জেলা প্রশাসক হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দায়েশিদের একটি বৈঠক চলাকালে এ হামলা চালানো হয়। নিহতের সবাই বিদেশি নাগরিক এবং তাদের লাশ আইএসআইএল নিয়ে গেছে বলে জানান তিনি।
এর আগে নাঙ্গাহারে দায়েশিদের সঙ্গে কয়েক দফা প্রচণ্ড লড়াই হয়েছে। অনেক দলছুট তালেবান নাঙ্গাহারে দায়েশের সঙ্গে যোগ দিয়েছে।#
No comments: