Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া ব্যবসার স্বার্থে বদলে যাচ্ছে দেশের নাম





চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া ব্যবসার স্বার্থে বদলে যাচ্ছে দেশের নাম
চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া ব্যবসার স্বার্থে বদলে যাচ্ছে দেশের নাম

     চেক প্রজতান্ত্রের রাজধানী প্রাগে প্রতি বছর প্রচুর বিদেশি টুরিস্ট আসে।

মধ্য ইওরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম বদলে ফেলা হচ্ছে। নতুন নাম হবে চেকিয়া।

আর এটা করা হচ্ছে যাতে ব্যবসা কোম্পানি এবং খেলাধুলার দল তাদের পণ্যের ওপর সহজভাবে এই নতুন নামটি লিখতে পারে।

তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে।

ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া।

এই সংক্ষিপ্ত নামটি ইতোমধ্যেই দেশের সংসদে অনুমোদিত হয়েছে।

এই নতুন নামের ব্যাপারে জাতিসংঘকেও জানানো হবে।

১৯৯১ সালে তদানীন্তন চেকস্লোভেকিয়া ভেঙে দুটি দেশ হয় – স্লোভেকিয়া এবং চেক প্রজাতন্ত্র।

চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম, যাদের গায়ের জার্সিতে শুধু `চেক` শব্দটি ব্যবহৃত হচ্ছে।

কিন্তু সমস্যা হলো চেক শব্দটি একটি বিশেষণ এবং তাই এটা কোন দেশের নাম হতে পারে না।

তবে নতুন নামের বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে।

অনেকেই বলছেন, চেকিয়া নামটি খটমটে।

আর তা শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply