Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাশিয়া এবারে মোতায়েন করবে অত্যাধুনিক এস-৫০০// কাশ্মিরে ৩ দিনে নিহত ৫, প্রতিবাদে বনধের ডাক।।






রাশিয়া এবারে মোতায়েন করবে অত্যাধুনিক এস-৫০০//
কাশ্মিরে ৩ দিনে নিহত ৫, প্রতিবাদে বনধের ডাক।।

রাশিয়া অত্যাধুনিক এস-৫০০ প্রমিথিউস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে। চলতি বছরেই এস-৫০০ মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রুশ অ্যারোস্পেস ফোর্সেস’এর ভাইস-কমান্ডার লে জেনারেল ভিক্টর গুমেন্নি।



তিনি বলেছেন, এস-৫০০’এর প্রথম মডেল খুব শিগিগিরই পাওয়া যাবে বলে মস্কো প্রত্যাশা করছে। খবরে আরো বলা হয়েছে, এরই মধ্যে রুশ প্রতিরক্ষা দফতর পাঁচটি এস-৫০০’এর জন্য নির্দেশ দিয়েছে। এ সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষা চলছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে। এদিকে, রুশ সামরিক-শিল্প কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য ভিক্টর মুরাখোভস্কি বলেছেন, এস-৪০০’এর চেয়ে অনেক উন্নত হবে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ ব্যবস্থা দিয়ে একযোগে পৃথক ১০ লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এ ব্যবস্থা থেকে প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানবে। পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র একই গতিতে লক্ষ্যে আঘাত হানার জন্য ছুটে আসে এবং এটি প্রতিরোধেকারী ক্ষেপণাস্ত্রের গতিও একই হবে বলে উল্লেখ করা হয়েছে।



এ ছাড়া, এস-৫০০ সেখানে স্থাপন করা হবে তার ৬০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৮০ থেকে ২০০ কিলোমিটার উচ্চতা দিয়ে ছুটে আসা লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়া যাবে। মস্কোর বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এস-৫০০’এর সমন্বয় ঘটানো হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।#



মস্কো সফরে যাবেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী: লক্ষ্য সামরিক সহায়তা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। মস্কোর ইরানি দূতাবাস জানিয়েছে, একটি নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি দেশ দুইটির মধ্যে আরো সামরিক সহায়তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সফর করবেন দেহ্‌কান।



২০১৬ মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বা এমসিআইএস চলতি মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সম্মেলনে আঞ্চলিক এবং বিশ্বের সন্ত্রাসবাদের ওপর গুরুত্বারোপ করা হবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।



এ সম্মেলনে যোগ দেয়ার জন্য চলতি মাসের ২৬ তারিখে জেনারেল দেহ্‌কান মস্কো সফরে যাবেন বলে জানানো হয়েছে। ইরানি দূতাবাস জানিয়েছে, মস্কো সফরকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ এবং টি-৯০ ট্যাংক কেনার বিষয়েও তিনি আলোচনা করবেন।



এদিকে, রাশিয়ায় ইরানি রাষ্ট্রদূত মেহদি সানাই বলেছেন, ইরানি সংসদ মজলিশে শুরার স্পিকার আলি লারিজানিও চলতি সপ্তাহে মস্কো সফরে যাবেন।#



কাশ্মিরে ৩ দিনে নিহত ৫, প্রতিবাদে বনধের ডাক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ
নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত এক যুবক

জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভরত জনতার ওপর গুলিতে আরও এক যুবক নিহত হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে নিরাপত্তা বাহিনীর গুলি এবং কাঁদানে গ্যাস শেলের আঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে।



শুক্রবার বিকেলে কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলিতে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দিন আরিফ হুসেন দার (১৮) নামে একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) হুররিয়াত কনফারেন্স (জি) চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি, জেকেএলএফ প্রধান ইয়াসীন মালিক এবং হুররিয়াত কনফারেন্স(এম) চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক বনধের ডাক দিয়েছেন। আজ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাও বাতিল করে দেয়া হয়েছে। কাশ্মিরে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে এবং দোষী কর্মকর্তাদের শাস্তির দাবিতে আজ দিল্লির যন্তরমন্তরে ছাত্র সংগঠন ‘আইসা’র পক্ষ থেকে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়য়ের ভাইস- প্রেসিডেন্ট শেহলা রশিদসহ অন্যরা।



গত ১২ এপ্রিল সেনাবাহিনীর জওয়ানের হাতে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হান্দওয়াড়ায় সেনা ক্যাম্প লক্ষ্য করে পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখায় একদল জনতা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনী গুলি চালালে মুহাম্মদ ইকবাল(২৪), নঈম কাদির ভাট(২২) এবং রাজা বেগম (৭০) নিহত হয়। নঈম কাদির ভাট ছিলেন কাশ্মিরের উঠতি প্রতিভাবান ক্রিকেটার।



১৩ এপ্রিল বুধবার একই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাসের গোলার আঘাতে জাহাঙ্গীর ওয়ানি (২৪) নামে আরো এক যুবক নিহত হয়। ১৫ এপ্রিল শুক্রবার কূপওয়াড়ার সেনা ছাউনি ঘিরে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তাবাহিনী গুলি চালালে আরিফ হুসেন দার নামে ১৮ বছর বয়সী এক ছাত্র নিহত হয়।



অন্যদিকে, বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় কোনো জওয়ান জড়িত নয়। এ নিয়ে ওই ছাত্রীর বক্তব্যের ভিডিও রেকর্ড প্রকাশ করা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।



যদিও শুক্রবার ওই ছাত্রীর এক ঘনিষ্ঠ আত্মীয় বলেন, ঘটনার পর তিন দিন ধরে মেয়েটিকে থানায় আটকে রেখেছে পুলিশ। এমনকি পরে তার বাবাকেও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। পুলিশ বলছে, মেয়েটি ও তার পরিবারের নিরাপত্তা দিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও নিরাপত্তার নামে এভাবে আটকে রাখা যায় কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।



শ্রীনগরের মানবাধিকার সংগঠন ‘জম্মু অ্যান্ড কাশ্মির কোয়ালিশন অফ সিভিল সোসাইটি’র পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও’র মাধ্যমে ওই নাবালিকার বয়ান প্রকাশ করে নিগৃহীতার পরিচয় প্রকাশ করা হয়েছে, যা করার কথা নয়।



এদিকে, সিপিএমের পক্ষ থেকে হান্দওয়াড়ায় গুলি চালানোর ‘বিশ্বাসযোগ্য তদন্ত’ দাবি করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।’



ন্যাশনাল কনফারেন্সের সাধারণ সম্পাদক আলী মুহাম্মদ সাগরের অভিযোগ, সরকার কিছু একটা লুকোতে চাচ্ছে বলে নিহতদের পরিবারের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না।



জাতীয় স্তরে কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেছেন, কাশ্মির ক্রমশ নৈরাজ্যের দিকে এগোচ্ছে, যা চিন্তার কারণ। তার মতে, সব থেকে চিন্তার বিষয় হল, উত্তর কাশ্মিরের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে সংঘাতের পরিস্থিতি রয়েছে। লাগাতার কারফিউ চলছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ, মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি আদৌ ভালো নয়।# (এমএএইচ/এআর







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply