অতি প্রাচীন এই মসজিদের বাস্তুকলা, কাঠের কাজ বিশ্ববন্দিত৷ তাই দেখতে হাজারো সংখ্যক মহিলা ঢুকেছেন তাজ জুমা মসজিদের ভিতর৷ ছিলেন পর্যটকরাও৷ এই পদক্ষেপ এমন সময় নেওয়া হল যখন দেশে বিভিন্ন মন্দিরে মহিলাদের পুজো দেওয়ার বিধিনিষেধ ভাঙার পর্ব চলছে৷
তাজ জুমা মসজিদ সমিতির অধ্যক্ষ নবাব মুল্লাদোম জানিয়েছেন, মহিলারা এর অপূর্ব শিল্পকলা দেখা থেকে বঞ্চিত ছিলেন৷ তাঁরা মসজিদে প্রবেশ করতে চাইতেন৷ এই কারণে মসজিদ সমিতি মহিলাদের জন্য প্রবেশ উন্মুক্ত করেছে৷ ২৪ এপ্রিল থেকে আগামী ৮ মে পর্যন্ত তাঁরা মসজিদে প্রবেশ করতে পারবেন৷ যদিও মহিলারা এখানে নামাজ পড়তে পারবেন না৷
মীনাচিল নদীর ধারে অবস্থিত কোট্টায়ামে তাঝাথানগেডির মসজিদটি সমৃদ্ধ বাস্তুশিল্প, কাঠের কাজ ও সৌন্দর্যয়ের কারণে বিশ্বে প্রসিদ্ধ৷ দেশের সবথেকে প্রাচীন মসজিদগুলির মধ্যে এটি অন্যতম৷
No comments: