ভিলিয়ার্স-কোহলির ব্যাটে জয় পেল ব্যাঙ্গালোর, জাত চেনালেন মুস্তাফিজ
(বামে) এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি (ডানে) মুস্তাফিজুর রহমান
এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলির ব্যাটে আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৪৫ রানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির ব্যাঙ্গালোর। জবাবে, ৬ উইকেট হারিয়ে হায়দ্রাবাদের ইনিংস থেমে যায় ১৮২ রানে।
২২৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ওপেনার শিখর ধাওয়ান ৮ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ব্যাটে ঝড় তুলে ২৫ বলে ৪টি চার আর ৫টি ছক্কায় করেন ৫৮ রান। তিন নম্বরে নামা হেনরিকস ২৩ বলে ১৯ রান করেন। রানের খাতা খোলার আগেই ফেরেন নোমান ওঝা।
দীপক হুদা ৬ রান করে বিদায় নিলেও দারুণ ব্যাট করতে থাকেন রেড্ডি। ওয়াটসনের বলে বোল্ড হওয়ার আগে ১৮ বলে দুটি চার আর তিনটি ছক্কায় তিনি ৩২ রানের ইনিংস খেলেন। ইয়ন মরগান ১৮ বলে ২২ আর কার্ন শর্মা ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।
ব্যাঙ্গালোরের হয়ে দু টি করে উইকেট নেন ওয়াটসন এবং চাহাল। একটি করে উইকেট পান পারভেজ রসুল এবং মিলনে।
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ব্যাঙ্গালোরের ওপেনার ক্রিস গেইল। গেইলকে বোল্ড করে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। এরপর মাঠে নামের দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তিনি আর বিরাট কোহলি রানের বন্যা বইয়ে দেন। এ জুটি বিচ্ছিন্ন হয় ১৬৩ রানে গিয়ে। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হওয়ার আগে বিরাট কোহলি খেলেন ৫১ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংস।
কোহলি পর মাঠে নেমেই কর্ন শর্মাকে টানা তিনটি ছক্কা মারেন শেন ওয়াটসন। ঠিক এ সময় জোড়া আঘাত হানের মুস্তাফিজুর রহমান। তিনি দারুণ এক কাটারে আউট করেন ডি ভিলিয়ার্সকে। এই তারকা ৪২ বলে ৭টি চার আর ৬টি ছক্কায় তার ৮২ রানের ইনিংসটি সাজান। মুস্তাফিজ তার পরের বলে কট বিহাইন্ড করে ওয়াটসনকে। ৮ বলে তিন ছক্কায় খেলেন তিনি ১৯ রানের ইনিংস।
শেষের দিকে মাত্র ১০ বলে অপরাজিত ৩৫ রান করেন তরুণ ক্রিকেটার সরফরাজ নওশাদ খানও। এছাড়া, কেদার যাদব অপরাজিত ছিলেন ৬ বলে ৮ রান করে।
হায়দ্রাবাদের হয়ে এক মুস্তাফিজ ছাড়া আর সব বোলারই ছিলেন ব্যর্থ। ভুবনেশ্বর কুমার দুটি উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৫৫ রান। আশিষ নেহারার ২.১ ওভার থেকে ব্যাঙ্গালোর তুলে নেয় ২১ রান। ৪ ওভার করে বল করে হেনরিকস ৪১ আর কার্ন শর্মা ৫৭ রান খরচ করেন। আশিষ রেড্ডির ১.৫ ওভার থেকে খরচ হয় আরও ২৫ রান। তবে, মুস্তাফিজ অভিষেক ম্যাচেই চমক দেখিয়ে ৪ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন। মুস্তাফিজ নিজের প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে দু উইকেট তুলে নেন। যদিও ইনিংসের শেষ ওভারে বল করতে এসে তিনি দিয়ে ফেলেন ১৩ রান।
No comments: