ডি ককের সেঞ্চুরিতে বিরাট কোহলির দলকে হারাল দিল্লি ডেয়ারডেভিলস
ডি ককের সেঞ্চুরিতে বিরাট কোহলির দলকে হারাল দিল্লি ডেয়ারডেভিলস
সেঞ্চুরি উদযাপন করছেন ডি কক
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান কুইন্টন ডি ককের অনবদ্য সেঞ্চুরিতে আইপিএলে দ্বিতীয় জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে জহির খানের দল।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে, ডি ককের দুর্দান্ত শতকে ১৯.১ ওভার ব্যাট করেই জয়ের বন্দরে পৌঁছে তিন উইকেট হারানো দিল্লি।
বেঙ্গালুরুর ওপেনার ক্রিস গেইল এ ম্যাচেও বড় সংগ্রহ করতে পারেননি। ৩ বল মোকাবেলা করেই সাজঘরে ফেরেন তিনি। তবে, আরেক ওপেনার বিরাট কোহলি নিজের স্বাভাবিক স্টাইলেই খেলেছেন। করেছেন ইনিংস সর্বোচ্চ ৭৯ রান। তার ৪৮ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি। বিদায় নেয়ার আগে এবিডি ভিলিয়ার্সের সঙ্গে ১০৭ আর শেন ওয়াটসনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন বেঙ্গালুরুর দলপতি কোহলি।
ভিলিয়ার্স ৩৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৫৫ রান করেন। আর ওয়াটসনের ১৯ বলের ইনিংসে আসে ৩৩ রান। অজি তারকার ব্যাট থেকে দুটি চার আর তিনটি ছক্কাও আসে।
দিল্লির হয়ে জহির খান ও কার্লোস ব্রাথওয়েইট একটি করে উইকেট নিলেও দুটি উইকেট দখল করেন মোহাম্মদ সামি।
১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দিল্লির ওপেনার শ্রেয়াস ইয়ার শূন্য রানেই সাজঘরে ফেরেন। তবে, আরেক ওপেনার কুইন্টন ডি কক মাত্র ৪৮ বলে শতক পূর্ণ করেন। জয় থেকে দলকে ৮ রান দূরে রেখে ওয়াটসনের বলে বিদায় নেন ডি কক। আউট হওয়ার আগে প্রোটিয়া এই ব্যাটসম্যান খেলেন ১০৮ রানের দুর্দান্ত একটি ইনিংস। তার ৫১ বলের ইনিংসে ছিল ১৫টি চার আর তিনটি ছক্কার মার।
তিন নম্বরে নামা সঞ্জু স্যামসন ৯ রান করে আউট হন। চার নম্বরে নামা করুন নায়ার ডি ককের সঙ্গে ১৩৪ রানের দারুণ জুটি গড়েন। ৪২ বলে ৬টি চার আর একটি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচ শেষে ডি কক বলেন, “সত্যি বলতে এরকম দিনেরই অপেক্ষায় ছিলাম আমি। উইকেট যথেষ্ট ভালো ছিল, আমি শুধু উইকেটে টিকে থেকে রান করতে চেয়েছি। আমি জানতাম ভালো কিছু শটস খেললেই জয় আমাদেরই হবে। যদিও অনেক ফাস্ট আউটফিল্ড ছিল তাই আমি চাচ্ছিলাম না বড় কোন শটস খেলতে যদিও দুই-একটা ছয় জরুরী ছিল।”
তিনি আরও বলেন, “যখন করণ ব্যাটিংয়ে এসেছিল আমাদের লক্ষ্য ছিল একটা পার্টনারশিপ গড়ে তোলার। যেটা আমরা করতে পেরেছি। আমরা জানতাম বাউন্ডারির বল আসবে আর সুযোগ বুঝে সে সময় রান তুলে নিতে হবে। তবে এরকম সুযোগের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। কখনও এরকম ফর্মে ছিলাম না, তাই অনেক ভালো লাগছে পারফর্ম করতে পেরে।”
দিল্লিকে জেতানোর ক্ষেত্রে প্রধান ভুমিকা রাখায় প্লেয়ার অব দ্য ম্যান পুরস্কার পান ডি কক।# (এআর)
No comments: