সুষ্ঠু নির্বাচনের যাবতীয় ব্যাবস্থা করা হবে---- হামিদুল আলম,এসপি,মেহেরপুর,
৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থদের সাথে মত বিনিময় সভা করেছে সদর উপজেলা প্রশাসন। বুধ
বার সকাল ১০টার সময় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার হামিদুল আলম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আহমা উজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা ইকবাল বাহার চৌধুরী। সভায় ৪ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা অংশ নেয়। সুষ্ঠু, উৎসবমূখর পরিবেশে ভোটাররা যেন তাদের ভোটটি প্রয়োগ করতে পারেন সেই ধরনের পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান প্রার্থীরা। অনুষ্ঠানের অঙ্গিকার ব্যাক্ত করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
No comments: