ম্যাচ সেরা কেকেআর-এর অধিনায়ক গৌতম গম্ভীর
সানরাইজার্স হায়দ্রাবাদ আট উইকেটের বড় ব্যবধানের হারিয়ে দ্বিতীয় জয় পেল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। হায়দ্রাবাদ এবারের আসরে নিজেদের দুই ম্যাচের দুটিতেই হেরেছে।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হায়দ্রাবাদের করা ১৪২ পর দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় গৌতম গম্ভীরের। এ ম্যাচে কোলকাতার হয়ে মাঠে নামেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি।
১৪৩ রানের জয়ের লক্ষে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেন কোলকাতার দুই ওপেনার রবিন উথাপা ও গৌতম গম্ভির। উদ্বোধনী জুটিতে ৯২ রান তোলেন তারা। উথাপা ৩৮ রানে আউট হলেও হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক গম্ভীর। শেষ পর্যন্ত তিনি ৬০ বলে ১৩ চার ও এক ছয়ে ৯০ রান করে অপরাজিত থাকেন।
কাটার মাস্টার মুস্তাফিজ চার ওভারে ২৯ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন। আন্দ্রে রাসেলকে সরাসরি বোল্ড করেন মুস্তাফিজ। দলের হয়ে অন্য উইকেটটি নেন আশিস রেডি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি হায়দ্রাবাদ। তবে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের ৫১ রানের ওপর ভর করে সাত উইকেট হারিয়ে ১৪২ রানের পুঁজি পায় দলটি। মরগান ৪৩ বলে তিন চার ও দুই ছয়ে তার ইনিংসে সাজানোর পর উমেস যাদভের বলে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নামান ওঝা। কোলকাতা বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান যাদভ। দুটি উইকেট নিয়েছেন মরনে মরকেল। একটি উইকেট পান আন্দ্রে রাসেল। সাকিব তিন ওভারে ১৮ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন।
৬০ বলে ৯০ রান করে ম্যাচের সেরা হয়েছে কেকেআর-এর অধিনায়ক গৌতম গম্ভীর।# (এআর)
No comments: