আজ রোববার দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন বলেছেন,একই মঞ্চে বিএনপি-জামায়াত জোট কখনো মুজিবনগর দিবস মানে না তাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না।
১৭ এপ্রিলের ঘোষণাপত্রই মুজিবনগর বাংলাদেশের প্রথম সংবিধানিক সরকার ,
-- সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একাত্তরের
১৭ এপ্রিলের ঘোষণাপত্রই মুজিবনগর সরকার অস্থায়ী সরকার নয় বাংলাদেশের প্রথম সংবিধানিক সরকার ,
-- সৈয়দ আশরাফ
সকাল সাড়ে দশটায় আম্রকানন শেখ হাসিনা মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন আনছার, পুলিশ, বিএনসিসি ও ছাত্রছাত্রীরা। সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচী উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।
এদিকে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় পড়ে। বিকেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পিবৃন্দ।
No comments: