ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৮
ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৮
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলে একটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এতে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ওই ভূকম্পনটি অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল ৪০ সেকেন্ড। রিখটার স্কেলে ওই ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস ইতোমধ্যে ২৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে ছয়টি প্রদেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইকুয়েডরের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ দশমিকস ২ কিলোমিটার গভীরে।
এতে মুইসিন থেকে ৩শ কিলোমিটার দূরবর্তী গোয়েকুইল শহরের একটি ফ্লাইওভার ধসে পড়ে। কেঁপে উঠে দেশটির রাজধানী কুইটো শহরের ভবনগুলোকে।
রোববার সকালে বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকা থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসছে। ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ডকে উদ্ধার কাজে পাঠানো হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এতে সুনামি আঘাত হানতে পারে।
No comments: