গাংনী পৌর মেয়রের উপর ব্যবসায়ীর হামলা
ময়লা আবর্জনা পৌর সভার নির্ধারিত ড্রামে ফেলার নির্দেশ দেওয়ায় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের উপর হামলা করেছে স্থানীয় ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে রফিকের উপর চড়াও হয়। এঘটনায় গাংনী শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজার কমিটির সভাপতি বাজার বন্ধের ঘোষণা দিয়ে তা আবার প্রত্যাহার করে।
রবিবার সন্ধ্যার দিকে গাংনী পৌর এলাকার বড়বাজার যাত্রী ছাউনির পাশে ফল ভান্ডারের সামনে এ ঘটনা ঘটে।
মেয়র আশরাফুল ইসলাম জানান, পরিচ্ছন্ন শহর গড়তে গাংনী পৌর সভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে প্রায় দেড় শতাধিক ড্রাম বসানো হয়েছে। ব্যবসায়ীসহ পথচারীরা সেসব ড্রামে ময়লা আবর্জনা ফেলেন। বড়বাজার এলাকার যাত্রী ছাউনির পাশের ফল ব্যবসায়ী পৌরসভার নির্ধারিত ড্রামে ময়লা আবর্জনা না ফেলে রাস্তার পাশে যত্রতত্র ভাবে ফেলে রাখেন। ফল ব্যবসায়ী রফিকুলকে নির্ধারিত ড্রামে ময়লা আবর্জনা ফেলার নির্দেশ দিতে গেলে লাঠি দিয়ে মেয়র আশরাফুল ইসলামের মাথায় আঘাত করার চেষ্টা করে ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা রফিকুল ইসলামকে লক্ষ করে ইট ছুড়ে মারলে তার মাথায় আঘাত লেগে আহত হন।
গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে। তবে দোকান পাট বন্ধের ঘোষণায় স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভের সৃষ্টি হওয়ায় বাজার কমিটির সভাপতি তার হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসেন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বিষয়টি পুলিশের পক্ষ থেকে গুরুতরভাবে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ কোন অভিযোগ দেইনি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি
No comments: