মেহেরপুর সদরে বঙ্গবন্ধুতে হরিরামপুর, বঙ্গমাতায় শোলমারী চ্যাম্পিয়ন
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসের উদ্যোগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবলে হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবলে শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার বিকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল ফাইনালে হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিষ্পতি করা হয়। খেলায় বিজয়ী দলের পল্লব ও লিখন এবং বিজীত দলের তুহিন গোল করে। হরিরামপুরের গোলরক্ষক বিল্টু ৩টি বল ঠেকিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধু সেমিফাইনালে রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে খোকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এদিকে, একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টে শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রুমিয়া ও আলপনা ১টি করে গোল করে। রুমিয়া সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। এর আগে সকালে শোলমারী ৪-০ গোলে বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সেভ দ্য চিলড্
No comments: