শিক্ষাগত যোগ্যতা বলিউড তারকা করিনা কপূর কমার্স নিয়ে মিঠিবাঈ কলেজে দু’বছর পড়াশোনা করেন
শিক্ষাগত যোগ্যতা বলিউড তারকা করিনা কপূর কমার্স নিয়ে মিঠিবাঈ কলেজে দু’বছর পড়াশোনা করেন
কারও ছোট থেকেই স্বপ্ন ছিল বলিউডে নিজের নাম লেখাবেন। কেউ আবার ভাবতেই পারেননি রুপোলি পর্দার সেলেব হওয়ার কথা। ভাগ্যচক্রে স্টার হয়ে গিয়েছেন। টিনসেল টাউনে ভাগ্যান্বেষণে এসে কাউকে মাঝপথেই ছেড়ে দিতে হয়েছে পড়াশোনা। কারও আবার প্রাথমিক শর্তই ছিল যথার্থ শিক্ষিত হতেই হবে। কোন তারকা কী নিয়ে পড়েছেন, কার কী ডিগ্রি রয়েছে ঝুলিতে জানতে চোখ রাখুন গ্যালারিতে।
করিনা কপূর:
পড়াশোনা করতে একেবারেই ভালবাসতেন না বেবো। ছোট থেকেই গ্ল্যামার জগৎ তাঁকে টানত বেশি।
কমার্স নিয়ে মিঠিবাঈ কলেজে দু’বছর পড়াশোনা করার পর আইন নিয়ে পড়বেন ভেবেছিলেন। কিন্তু মাত্র ২০ বছর বয়সেই
নায়িকা হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশ করার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় মাঝ পথেই।
Tag:
No comments: