Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » বিয়ে করা বা সন্তান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার---করিনা





 বিয়ে করা বা সন্তান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার---করিনা
 

করিনার স্পষ্ট ভাবে জানিয়েছেন, তাঁকে নিয়ে এ সব আলোচনা এখনই বন্ধ হওয়া উচিত। বিয়ে করা বা সন্তান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সকলেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। তাই তাঁর ক্ষেত্রেও এটা আলাদা কিছু নয়।

প্রেগন্যান্সির খবর সামনে আসতেই তিনি হেডলাইনে। তিনি করিনা কপূর খান। কখনও খবর হয়েছে, মেটারনিটি লিভে চলে গিয়েছেন বেবো। কখনও বা হেডলাইনে এসেছে ছবির কাজ বন্ধ করে আপাতত কেরিয়ারে ব্রেক নেবেন বেগমসাহেবা। তাঁর প্রেগন্যান্সি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে বেশ বিরক্ত নায়িকা। তাই এ বার মিডিয়াকেই একহাত নিলেন।

করিনার কথায়, ‘‘আমি প্রেগন্যান্ট, কোনও মৃতদেহ নই। এমন ভাবে আলোচনা হচ্ছে যেন আমি মরে গিয়েছি। আর মেটারনিটি ব্রেক মানেটা কী? সন্তানের জন্ম দেওয়া তো খুব সাধারণ ব্যাপার। প্লিজ আমাকে আলাদা ভাবে ট্রিট করা বন্ধ করুন। আমি এখনও কাজ করে যাচ্ছি। যাঁদের সমস্যা হচ্ছে, তাঁরা আমার সঙ্গে কাজ করবেন না। আমরা তো ২০১৬-তে রয়েছি ১৮০০ সালে নয়। মিডিয়ার ব্যবহার দেখে মনে হচ্ছে, তখনকার মানুষ অনেক বেশি সভ্য ছিল।’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply