Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » ‘২৪ সিজন ২’-এ অনিল কপূর-সুরভিন চাওলার লিপ লক!





 ‘২৪ সিজন ২’-এ অনিল কপূর-সুরভিন চাওলার লিপ লক!

এ মাস থেকেই শুরু হতে চলেছে তাঁর রহস্য রোমাঞ্চকর টিভি সিরিজ ‘২৪ সিজন ২’।

আগামী ২৪ ডিসেম্বরে ৬০-এ পড়বেন অভিনেতা অনিল কপূর। এ মাস থেকেই শুরু হতে চলেছে তাঁর রহস্য রোমাঞ্চকর টিভি সিরিজ ‘২৪ সিজন ২’। এই দ্বিতীয় সিরিজেও একজন সিকিউরিটি এজেন্টের চরিত্রেই দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই এই টেলি সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে অনিল কপূর এবং ওঁর সহ অভিনেত্রী সুরভিন চাওলার একটা লিপ লক দৃশ্য।
এই চুম্বন দৃশ্যে কি কোনও রকম নার্ভাস বা অস্বস্তি বোধ করেছিলেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা! এর উত্তরে অনিল জানান, “আমি শুধুমাত্র একটা চরিত্রে অভিনয় করছি। এটাই আমার কাজ। সুরভিনের সঙ্গে ওই দৃশ্যটা করতে গিয়ে আমি মোটেই নার্ভাস হয়ে যাইনি। পরিচালক আমাদের আশ্বস্ত করেন যে এই দৃশ্য গল্পের জন্য জরুরি।”
মার্কিন টিভি সিরিজের আদলে তৈরি ‘২৪’-এর প্রথম সিজন বেশ জনপ্রিয়তা অর্জন করে। টানটান উত্তেজনায় ভরা এই সিরিজের ‘সিজন ২’ দেখার জন্য তাই মুখিয়ে রয়েছেন অসংখ্য দর্শক। এ বার দেখে নেওয়া যাক ‘২৪ সিজন ২’-এর সেই ট্রেলার যেখানে অনিল কপূর এবং সুরভিন চাওলার লিপ লক দৃশ্য চমকে দিয়েছে সকলকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply