ফ্রান্সের নিসে সন্ত্রাসবাদী হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা
ফ্রান্সের নিসে সন্ত্রাসবাদী হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা
জাতীয় দিবসে ফের রক্তাক্ত ফ্রান্স, এবার সন্ত্রাসের নিশানায় নিস
ষাটজনের
মৃত্যুর কথা বলা হলেও, পরে তা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে
ওয়েব ডেস্ক: জাতীয় দিবসে ফের রক্তাক্ত ফ্রান্স। এবার সন্ত্রাসের নিশানায় নিস শহর। বাস্তিল দিবসে জঙ্গি হামলায় প্রাণ হারালেন আশিজন। জখম শতাধিক। জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রোমেনাদে দেস অ্যাংলাইসে আতসবাজির উত্সব উপলক্ষে বহু মানুষের জমায়েত হয়েছিল। সেইসময় প্রায় আশি কিলোমিটার বেগে ছুটে আসা একটি ট্রাক, ব্যারিকেড ভেঙে দর্শকদের ভিড়ে ঢুকে পড়ে। প্রাণ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন আতঙ্কিত মানুষজন। স্থানীয় প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান এস্ত্রোসি জানিয়েছেন, ট্রাকে প্রচুর পরিমাণে গ্রেনেড এবং বিস্ফোরক ছিল। প্রাথমিক রিপোর্টে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ষাটজনের মৃত্যুর কথা বলা হলেও, পরে তা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে
ফ্রান্সের নিসে সন্ত্রাসবাদী হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা
ওয়েব ডেস্ক: ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসবাদী হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার না করলেও ঘটনার তদন্তে ফরাসি সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। হামলার পরই জরুরী বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এরপর জাতীয় টেলিভিশনে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হামলার ধরণ দেখে এটাকে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছে। দেশজুড়ে জরুরি অবস্থার মেয়াদও আরও তিন মাস বাড়ানোর ঘোষণা করেন ওলাঁদ। তবে এই ঘটনায় প্রবাসী ভারতীয়রা সুরক্ষিত বলেই বিদেশমন্ত্রক সূত্রের খবর।
No comments: