Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাগদাদে মৃত্যুর মিছিল চলছেই: বোমা হামলায় আবারো নিহত ২৫





বাগদাদে মৃত্যুর মিছিল চলছেই: বোমা হামলায় আবারো নিহত ২৫


ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ততম বাজারে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ২৫ ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো বহু ব্যক্তি। বাগদাদের উত্তর অংশে রাশিদিয়া এলাকায় অবস্থিত একটি সবজির বাজারে লোকজন যখন আজ (মঙ্গলবার) সকালে কেনাকাটায় ব্যস্ত ছিল তখনই এ হামলা চালানো হয়। এখনো কোনো গোষ্ঠী এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করে নি।

গত কয়েক সপ্তাহ থেকে বাগাদাদে সন্ত্রাসী হামলার মাত্রা আকস্মিকভাবে বেড়ে গেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বেশীরভাগ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এর আগে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী বাগদাদের কারাদা এলাকার একটি মার্কেটে কেনাকাটার ভিড়ের মধ্যে এক ব্যক্তি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ৩০০ ব্যক্তি প্রাণ হারায়। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলা।

এছাড়া, গত (বৃহস্পতিবার) ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের বালাদ শহরে সাঈদ মুহাম্মাদ বিন আলী-আল হাদি (আ.) এর মাযারের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বোমা ও গুলিতে অন্তত ৩৭ জন নিহত ও ৬২ জন আহত হয়।

বাগদাদে ধারাবাহিক বর্বরোচিত হামলার জের ধরে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বাগদাদ অপারেশন কমান্ডের প্রধানসহ কয়েকজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ইরাক বিষয়ে জাতিসংঘের বিশেষ মিশন জানিয়েছে, গত জুন মাসে ইরাকে বিভিন্ন হামলায় ৬৬২ ব্যক্তি নিহত এবং অপর ১৪৫৭ জন আহত হয়। এর মধ্যে বাগদাদেই ২৩৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply