কঙ্গোতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ৫০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন যাদের একজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভারিস্তে বোসাব জানিয়েছেন। তবে বিরোধী গোষ্ঠীগুলো বলছে, নিহতের সংখ্যা ৫০। খবর বিবিসির
প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী কিনসাসার ডাকা এক বিক্ষোভ মিছিলে পুলিশ বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালিয়েছিলেন বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
আগামী নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার নির্বাচন কমিশন ঘোষণা দেয়,ওই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।
বিরোধীপক্ষ বলছে, প্রেসিডেন্ট কাবিলা নির্বাচন বিলম্বিত করতে চান। কেননা আসছে ডিসেম্বরেই তার দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার সময়সীমা শেষ হবে।
এই রাজনৈতিক সমস্যা সমাধানে সরকার সমর্থিত জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া হলেও অধিকাংশ বিরোধীদল তা বয়কট করেছে।
দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। প্রেসিডেন্ট কাবিলার দ্বিতীয় মেয়াদ চলতি বছরের ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
No comments: