ইলেক্টোরাল ভোটেও এগিয়ে হিলারি
যুক্তরাষ্ট্র্রের প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যগুলোতে ভোটের ফলের ভিত্তিতে যে পরিষদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চূড়ান্তভাবে নির্বাচন করে, সে ইলেক্টোরাল কলেজের ভোটেও এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। তবে আগের তুলনায় জনসমর্থনে কিছুটা এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইলেক্টোরাল কলেজভিত্তিক ১০ রাজ্যের মধ্যে জরিপে দেখা গেছে, হিলারি ৫ রাজ্য- নিউ হ্যাম্পশায়ার, কলোরাডো, মিশিগান, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায় এগিয়ে আছেন। ট্রাম্প ওহাইও, ফ্লোরিডা ও আইওয়ায় এগিয়ে গেছেন। নেভাদা ও নর্থ ক্যারোলাইনায় উভয়ের অবস্থান প্রায় সমান। এমন পরিস্থিতিতে হিলারির প্রচার শিবির ওই রাজ্যগুলোতে ট্রাম্প শেষ পর্যন্ত যাতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট না পান, সে চেষ্টা শুরু করেছে। জরিপে আভাস দেওয়া হয়েছে, নির্বাচন যদি গতকাল হতো তাহলে হিলারি নিশ্চিতভাবেই জিততেন।
No comments: