গাংনী বাঁশবাড়িয়া গ্রামে মানুষের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে গ্রামবাংলার মানুষের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে যুব সংঘ ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেলার বিভিন্ন গ্রামের ১৬ টি দল অংশ নিচ্ছে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
এসময় খেলা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, সাবেক কমিশনার মিজানুর রহমান, যুবলীগ নেতা টুটুল আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিলসহ এক যুবক গ্রেফতার
৭৫ বোতল ফেনসিডিলসহ রাসেল আহম্মেদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকায় মাদক বিরোধী এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। রাসেল আহম্মেদ বালিয়াঘাট গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে হাড়াভাঙ্গা এলাকা থেকে ফেনসিডিল নিয়ে নছিমনযোগে গন্তব্যে ফিরছিল রাসেল। বালিয়াঘাট গ্রামের সড়ক থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই ফরহাদ আলীসহ সঙ্গীয় ফোর্স। সন্ধ্যায় মামলাসহ তাকে থানায় প্রেরণ করে পীলতলা পুলিশ ক্যাম্প।
No comments: