ক্রিকেটে বিশ্বের সেরা দুই বন্ধু তামিম -সাকিবের নতুন রেকর্ড (ভিডিও) ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা ২০৮টি। ২০৭ উইকেট নিয়ে দেশের সবচেয়ে বেশি উইকেট শিকারীর রেকর্ডটি ছিল বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাকের।
একজন বোলারের তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হবার কৃতিত্ব কারও নেই। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ছাড়া ৭ পূর্ণ সদস্য দেশের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী একজনই। তবে টি২০ তে আলাদা।
রোববার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাব্বির নূরির উইকেট নিয়ে রাজ্জাকের রেকর্ড স্পর্শ করেন সাকিব। পরে রহমত শাহকে প্যাভিলিয়নে ফিরিয়ে সর্বোচ্চ শিকারির খাতায় নাম লেখান দেশের সেরা এ অলরাউন্ডার।
এদিকে টেস্টে ১৪৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব। সাদা পোশাকে ১০০ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আর তিন নম্বরে রয়েছেন মাশরাফি (৭৮ উইকেট)।
এছাড়া টি-২০ ফরম্যাটে শীর্ষে থাকা সাকিবের সংগ্রহ ৬৫ উইকেট। ৪৪ উইকেট নিয়ে এরপরেই রয়েছেন রাজ্জাক। ৩৯ উইকেট নিয়ে তিন নম্বরে অবস্থান আল আমিনের।
No comments: