জাপানের দ্বীপপুঞ্জে চীনা জঙ্গি : পরে জাপানি বিমানের মহড়া
জাপানের দ্বীপপুঞ্জের মধ্যে চীনের আটটি সামরিক বিমান ওড়ার পর রোববার ওই এলাকায় জঙ্গি বিমান ওড়ায় টোকিও।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, জঙ্গি বিমানগুলো ওকিনাওয়া ও মিয়াকোজিমার মধ্যে মিয়াকো উপত্যকা বরাবর উড়ে। বিমান বহরে বোমারু ও নজরদারি বিমান এবং একটি জঙ্গি বিমান ছিল বলে ধারণা করা হচ্ছে।
চীন বলেছে, প্রায় ৪০ টি বিমান এতে অংশ নেয়। তাদের ভাষায়, এটা নিয়মিত মহড়ার অংশ ছিল।
বিমানগুলো জাপানি আকাশসীমা অতিক্রম করেনি। তবে একে চীনের শক্তি প্রদর্শন হিসেবে মনে করা হচ্ছে।
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে জাপান যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয়ার ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটেছে।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, চীনের সামরিক কর্মকান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে জাপান।
No comments: