শেরপুর পুলিশ লাইনে কর্মরত রাকিবুল হাসান (২০) নামে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন সংলগ্ন পূর্বশেরী এলাকার রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাকিবুল হাসানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর বলে জানা গেছে।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
No comments: