গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার উদ্ধার হওয়া তিন মৃতদেহ নিয়ে এখন পর্যন্ত কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জনের মৃতদেহ উদ্ধার হলো।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে দুইজন ও ১টার দিকে উদ্ধার একজনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় গত ১০ সেপ্টেম্বর সকালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।
No comments: