গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফারুক হোসেনকে (৫১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন টঙ্গীর হাজীর বস্তির জীবন ড্রাইভারের ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টঙ্গীর ভরান তমিজশাহ’র মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্নার (৩০) বিয়ে হয়। তাদের সংসারে দুইটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী ফারুক প্রায়ই নেশা করত। ২০১০ সালের ২ আগস্ট ভোরে ফারুক মারপিট এবং শ্বাসরোধে রত্নাকে হত্যা করে। সকালে খবর পেয়ে নিহতের বাবা আবু ইউসুফ মেয়ের লাশ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে প্রথমে টঙ্গী থানায় অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের বাবা আবু ইউসুফ বাদী হয়ে ফারুককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার এসআই আবুল বাসার তদন্ত শেষে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে সোমবার দুপুরে আদালত আসামির বিরুদ্ধে ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন্দ।
No comments: