পাইলটের ভুলে আতংক ফিলিপাইনের ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে
সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের পাইলট ভুল করে হাইজ্যাক হয়েছে বলে বার্তা পাঠানোর পর ফিলিপাইনের ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর দ্যা সানের।
ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩০০ শতাধিক হজযাত্রী নিয়ে মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের বিমানটি ম্যানিলা আসছিল।
স্থানীয় সময় বেলা তিনটার দিকে ম্যানিলার বিমানবন্দরে অবতরনের ঠিক আগে পাইলট ভুল বোতাম টিপায় বিমানটি হাইজ্যাক হয়েছে বলে বার্তা আসে।
গোটা বিমানবন্দর জুড়ে হুলুস্থুল পড়ে যায়। এটি অবতরণের পর বিমানবন্দরের এক পাশে নিয়ে দ্রুত সব যাত্রীকে নামিয়ে আনা হয়। পরে অনেকক্ষণ ধরে চলে তল্লাশি। কিন্তু কোনো অপহরণকারী না পেয়ে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা।
No comments: