মেহেরপুরে পৃথক তিনটি স্থানে শিয়ালের কামড়ে ৫ জন আহত
মেহেরপুরে পৃথক তিনটি স্থানে শিয়ালের কামড়ে ৫ জন আহত হয়েছে। আজ রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের এনায়েতের স্ত্রী হাজেরা খাতুন (৫৮), তার ছেলে আব্দুল মালেক (৪২), একই গ্রামের রফিকুলের স্ত্রী রোজিনা খাতুন (২৮), সাহারবাটি গ্রামের আশরাফ আলীর স্ত্রী হামেদা খাতুন (৪৮) ও রংমহল গ্রামের আব্দুর রশিদের ছেলে জিয়ারুল ইসলাম (৩২)। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, গাড়াডোব গ্রামের হাজেরা খাতুনের বাড়ির মেইন গেট দিয়ে একটি শিয়াল ভিতরে প্রবেশ করে। তিনি একটি লাঠি দিয়ে শিয়ালটি তাড়াতে যান। এ সময় তার উপর ঝাপিয়ে পড়ে শিয়ালটি। তাকে বাঁচাতে তার ছেলে আব্দুল মালেক এগিয়ে আসলে তার উপর আক্রমন করে। এতে তারা দু’জন আহত হয়। ভোর বেলায় একই গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে একটি শিয়াল প্রবেশ কওে মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় লাঠি দিয়ে তাড়াতে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে দেয়। সকালে সাহারবাটি গ্রামের রাস্তায় দিয়ে হেটে যাচ্ছিলেন হামদে খাতুন। একটি শিয়াল তার উপর ঝাপিয়ে পড়ে তার শরীরের বিভন্ন স্থানে কামড় দিয়ে পালিয়ে যায়। অপরদিকে রংমহল গ্রামে জিয়ারুল ইসলামের বাড়ি থেকে একটি হাঁস নিয়ে পালাবার সময় শিয়ালটিকে তাড়া করে সে। পরে শিয়ালটি তার হাত ও পায়ে কামড় দেয়। স্বজনরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক এহসানুল কবীর জানান, তারা আশংকা মুক্ত। তবে শিয়ালের কামড়ে জলাতঙ্ক রোগ হতে পারে। সেক্ষেত্রে রোগীদের জলাতঙ্ক রোগের ভ্যাক্সিন দেয়া হবে।
মেহেরপুরে ৩৫টি পূজা মন্ডপে হচ্ছে দুর্গোৎসব
মেহেরপুর জেলায় এবার ৩৫ টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর শহরে ৫টি সহ সদর উপজেলায় ১৩টি, গাংনী উপজেলায় ১৬টি এবং মুজিবনগর উপজেলায় ৬টি রয়েছে।
শহরের ৫টি সদরের ১৩টি হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, হরিপ্রদায়িনী হরিসভা মন্দির, নায়েব বাড়ী দূর্গা মন্দির, হালদার পাড়া দূর্গা মন্দির ও হরিজন দূর্গা মন্দির, সদর উপজেলার চাঁদবিল দূর্গা মন্দির, শ্রী রাধামাধব মন্দির, বাড়াদি বাজার দূর্গা মন্দির, পিরোজপুর ঘোষপাড়া দূর্গা মন্দির, পিরোজপুর দাসপাড়া দূর্গা মন্দির, গহরপুর দূর্গা মন্দির ও গোভীপুর দূর্গা মন্দির।
গাংনী উপজেলার ১৬টি পূজা মন্ডপ হলো গাংনী পৌর দূর্গা মন্দির, চৌগাছা দাসপাড়া কালী মন্দির, শাহারবাটি দাসপাড়া কলী মন্দির, মটমুড়া হালদার পাড়া কালী মন্দির, কসবা দাসপাড়া কালী মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালী মন্দির, কচুখালী জুগিন্দা দূর্গা মন্দির, আমতৈলী দাসপাড়া কালী মন্দির, বেতবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, হিজুলবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, আমতৈলী দাসপাড়া কালী মন্দির, ভৌমরদাহ দাসপাড়া কালী মন্দির, চাঁদপুর দাসপাড়া কালী মন্দির, নিত্যানপুর দূর্গা মন্দির, ষোলটাকা দাসপাড়া কালী মন্দির ও হাড়িয়াদাহ দাসপাড়া কালী মন্দির।
মুজিবনগর উপজেলার ৬টি পূজা মন্ডপ হলো মোনাখালি কালী মন্দির, মোনাখালি দাসপাড়া কালী মন্দির, দারিয়াপুর খানপাড়া দূর্গা মন্দির, বল্লভপুর দূর্গা মন্দির, মহাজনপুর দূর্গা মন্দির ও কোমরপুর দূর্গা মন্দির।
মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ জানান, এবার জেলায় ৩৫টি মন্ডপে পূজা তৈরি হচ্ছে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপন করতে সকল প্রস্তুতি গ্রহন করছি।
গাংনীর ষোলটাকায় বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় দুজন আটক
রবিবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লক্ষ টাকার মাছ নিধনের ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চিরকুটে লেখা মোবাইল নম্বর ও চাঁদাবাজিতে ব্যবহৃত মোবাইল ন¤^রের সাথে গ্রেফতারকৃত দুজনের নিয়মিত যোগাযোগ ছিল। এসবের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ উপজেলার ষোলটাকা ও জুগিরগোফা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।
আটকৃতরা হলেন, উপজেলার ষোলটাকা গ্রামের বিছার উদ্দীনের ছেলে রহমতুল্লাহ (৪২) ও জুগিরগোফা গ্রামের বাদশা মিয়ার ছেলে সাবদার আলী পল্টু (৪০)।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার জানান, দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে চলতি মাসের ৯ তারিখ শুক্রবার রাতের কোন এক সময় ষোলটাকা গ্রামের আব্দুল্লাহর পুকুর বিষ প্রয়োগ করে অন্তত ১২ লক্ষ টাকা মাছ নিধন করে সন্ত্রাসীরা। এসময় পুকুর পাড়ে চরমপন্থী সংগঠন লাল পতাকার নামে একটি মোবাইল নম্বর লিখে চিরকুট রেখে যায়। এ ঘটনায় মৎস্য চাষী আব্দুল্লাহ গাংনী থানায় একটি সাধারন ডায়েরী করে। মোবাইলের কল লিষ্টের সূত্র ধরে রহমতুল্লাহ ও সাবদার হোসেন পল্টু কে গ্রেফতার করা হয়েছে।
No comments: