ডিএনএ নমুনা মেলেনি সন্দেহভাজনদের সঙ্গে
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যারহস্য এখনও উন্মোচিত হয়নি। কারা, কেন, কী কারণে তাকে খুন করেছে- ঘটনার ছয় মাস পার হলেও মেলেনি এমন অনেক প্রশ্নের উত্তর। আলোচিত এই হত্যার তদন্তে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই। তদন্তের এ পর্যায়ে তনুর পোশাক থেকে পাওয়া ধর্ষণের আলামতসহ যে তিন ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া গেছে, তা সন্দেহভাজনদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হলেও তাতে অপরাধী শনাক্ত করা যায়নি। তনুর পোশাক থেকে পাওয়া ধর্ষণের আলামতের সঙ্গে তাদের ডিএনএ প্রোফাইল মেলেনি! সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, দীর্ঘদিনেও তনুর হত্যাকারীরা শনাক্ত না হওয়ায় আশাহত তার পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সমকালকে বলেন, তনু হত্যা মামলার তদন্তে কিছু অগ্রগতি আছে। পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত চলছে।
No comments: