বরিশালে লঞ্চডুবির ঘটনায় মৃত বেড়ে ১৪
বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন বলে জানান বানারীপাড়া লঞ্চঘাটের টোল আদায়কারী শাজাহান।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইজারাদার লঞ্চঘাট থেকে ১৫ যাত্রী নিয়ে একটি লঞ্চ উজিরপুর হাবিবপুর যাচ্ছিল। পথে চাখারের কালীরবাজার এলাকায় পৌঁছে ওই লঞ্চটি কয়েকজন যাত্রী নামিয়ে আরও প্রায় ১০-১৫ জন যাত্রী তুলে যাত্রা শুরু করে।
পরে লঞ্চটি দাসেরহাট বাজারে গিয়ে সন্ধ্যা নদীর ভাঙনপাড়ে দাঁড়ায়। এসময় যাত্রী নামাতে গিয়ে নদী ভাঙন ও স্রোতের কারণে লঞ্চটি ডুবে যায়। এরপরই কয়েকজন যাত্রী সাঁতরে তীরে ওঠে আসে।
দুর্ঘটনায় কবলিত লঞ্চটির যাত্রী আলেয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ওই লঞ্চটি প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে ডুবে গেছে। আমি সাঁতরে পাড়ে উঠলেও আমার স্বামী জয়নাল হাওলাদার এখনও নিখোঁজ রয়েছেন।
বরিশাল বানারীপাড়া উপজেলা ইউএনও শহিদুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদলও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দিয়েছে।
বানারীপাড়ার ওসি জিয়াউল আহসান জানান, নদী ভাঙন ও প্রচণ্ড স্রোতের কারণে এ লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
No comments: