Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লড়াইয়ে টাইগারদের জয় টাইগারদের করা ২৬৫ রান থেকে ৭ রান দূরে থাকতেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস





তাসকিনের শেষের লড়াইয়ে টাইগারদের জয়

একটা সময়ে হারটা এড়ানো কঠিনই মনে হচ্ছিল টাইগারদের। তবে শেষের লড়াইয়ে তাদের অভিজ্ঞতার কাছে হার মানতে হলো সফরকারী আফগানদেরই।

কোনো অঘটন ঘটানোর সুযোগ না দিয়েই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে স্বাগতিকদের এগিয়ে দেন তাসকিন আহমেদ।

টাইগারদের করা ২৬৫ রান থেকে ৭ রান দূরে থাকতেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। অবশ্য দুদলই ইনিংসের শেষ বলে অলআউট হয়।

রোববার মিরপুরে ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তবে উইকেট হারিয়েছে সবগুলো।

দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৬২, সাকিব আল হাসান ৪৮ ও ইমরুল কায়েস ৩৭ রান করেন।

২৬৬ রানের টার্গেটে খেলতে নামা আফগানিস্তান ভালোই শুরু করে। তাদের ৪৬ রানের ওপেনিং জুটি ভাঙেন মাশরাফি। তাসকিনের প্রথম ওভারে জীবন পাওয়া মোহাম্মদ শেহজাদকে সাজঘরে ফেরান তিনি। শেহজাদ ২০ বলে ৩১ রান করে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন।

পরের ওভারেই আফগান শিবিরে আঘাত হানেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাব্বির নূরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

এরপর দলের হাল ধরেন রহমত শাহ ও হাসমত উল্লাহ। তাদের জুটিই টাইগার শিবিরের হারের আতংক ছড়ায়।

শেষে ৬০ বলে আফগানদের দরকার ৭৭। হাতে ৮ উইকেট। আফগানিস্তানের দিকে ম্যাচ শুধু হেলেই নেই, মনে হচ্ছিল তাদের জয় সময়ের ব্যাপার। তবে রহমতকে (৭১) সাকিব আর হাসমতকে (৭২) তাইজুল ইসলাম ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

বাকি কাজটা সম্পন্ন করেন আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফেরা তাসকিন। প্রথমে ৬ ওভারে ৪৯ রান দিয়ে উইকেটশূন্য তাসকিন। কিন্তু পরের দুই ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে রুদ্ধশ্বাস ম্যাচটি জেতালেন তিনিই।

অবশ্য ব্যাট হাতে ৪০ বলে ৪৮ আর বল হাতে ১০ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটে (২০৮) শিকারী সাকিব আল হাসান।
অ্যায় দিল হ্যায় মুশকিলের ট্রেলরটা দেখেছেন তো?

 কী অক্টোবর ২৮-এর জন্য তৈরি তো? কেন বুঝতে পারলেন না? ওই দিনই যে রিলিজ করছে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমা। করণ জোহরের এই ফিল্ম নিয়ে এমনিতেই সিনেমাপ্রেমীদের মনে উন্মাদনা তুঙ্গে। এবার লঞ্চও হয়ে গেল ফিল্মের ট্রেলর। আর সেই ট্রেলর দেখে ফেলেছেন লাখো লাখো সিনেমাপ্রেমীরা। এই ট্রেলরে দেখা যাচ্ছে রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খানদের।


তবে, ট্রেলর দেখে বোঝার উপায় নেই, সিনেমায় রণবীর আর ঐশ্বর্যের কেমিস্ট্রি বেশি নাকি রণবীর আর অনুষ্কার? এটুকু অবশ্য বোঝাই যাচ্ছে যে, এই তিনের সম্পর্কের মধ্যে বড় ভূমিকা নিতে চলেছেন ফাওয়াদ খান। এক কাজ করুন ফিল্মের ট্রেলরটা আগে দেখেই নিন। তাহলে আপনি নিজেও কিছুটা আন্দাজ করতে পারবেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply