কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার ভোরে রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে জাকির হোসেন (৩০) নামে আরও এক বাংলাদেশী আহত হয়েছেন।
বিজিবি জানান, বাহাউদ্দিন, জাকিরসহ কয়েকজন দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা তাদের দেখে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাহাউদ্দিন নিহত হন; আহত হন জাকির হোসেন।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আবদুল আজিজ জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।
No comments: