প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান সংগ্র করেছে স্বাগতিকরা। তবে উইকেট হারিয়েছে সবগুলো।
দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৬২, সাকিব আল হাসান ৪৮ ও ইমরুল কায়েস ৩৭ রান করেন।
রোববার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। দলীয় ১ রানের মাথায় কোনো রান না করেই দৌলত জাদরানের বলে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।
শুরুর ধাক্কা সামাল দেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস। তাদের জুটিতে আসে ৮৩ রান। তবে ইমরুল কায়েস তার ইনিংসটা বড় করতে পারেননি। দলীয় ৮৪ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন ইমরুল।
এরপর রিয়াদকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন তামিম। তামিম ব্যক্তিগত ৮০ রানে মিরওয়াইজ আশরাফের বলে আউট হন। তার ইনিংসটি ৯টি চারে সাজানো ছিল।
তামিম ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। নিজের ১৫তম অর্ধশতক তুলে নেন তিনি। ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে মোহাম্মদ নবীর বলে আউট হন রিয়াদ।
রিয়াদের পর দ্রুতই সাজঘরে ফেরেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মুশফিক ও ডান-হাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। স্পিনার রশিদ খানের বলে সরাসরি বোল্ড হন মুশফিক। মাত্র ৬ রান করেন তিনি।
এরপর মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। তিনি রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
এদিন ব্যাট হাতে আফগান বোলারদের ওপর কিছুটা তাণ্ডব চালান সাকিব আল হাসান। ৪০ বলে ব্যক্তিগত ৪৮ রানে জাদরানের বলে আউট হন তিনি। সাকিব আউট হলে রানের গতিও কমে যায় বাংলাদেশের। শেষ দিকের ব্যাটসম্যানরা নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেনি। শেষ পর্যন্ত ২৬৫ রানেই অলআউট হয় টাইগাররা।
৪ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার দৌলত জাদরান।
No comments: