তামিমের অর্ধশতক
প্রায় এক বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ওয়ানডে ম্যাচের টস জিতেছেন মাশরাফি বিন মতুর্জা। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দৌলত জাদরানের করা প্রথম ওভারের পঞ্চম বলে শাবির নুরকে দেন সৌম্য।
বামহাতি এই ব্যাটসম্যানের ১৭ ম্যাচের ছোট্ট ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম শূন্য।
এরপর ইমরুল কায়েসকে নিয়ে ইনিংসের হাল ধরেন তামিম ইকবাল। ১০ ওভার শেষে ৫০ রান করে বাংলাদেশ। তামিম-ইমরুল জুটি যখন আফগান বোলারদের সামনে দু:স্বপ্ন হয়ে দেখা দিয়েছে ঠিক তখনই ধৈর্য্য হারান ইমরুল কায়েস। ব্যক্তিগত ৩৭ রানে মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফিরেন ইমরুল। বাংলাদেশের রান তখন ৮৪।
২২তম ওভারে রশীদ খানের বলে চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এর পরের বলে আর একটি চার মেরে দলের স্কোরটাকে সেঞ্চুরি পার করান এই ব্যাটসম্যান।
No comments: