জঙ্গিবাদ মুক্ত প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়তে হবে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
তিনি আজ ঢাবি উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পলক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন এবং সাধারণ মানুষের কল্যাণে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।
দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আবু আলম মো: শহীদ খান বক্তব্য রাখেন।
তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং একাডেমিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দেশে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে হবে।
তথ্য প্রযুক্তি কখনও যেন দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সে লক্ষ্যে ডিজিটাল মনস্ক জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
পরে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থাপিত ‘এ্যানিমেশন ল্যাব’ উদ্বোধন করেন।
No comments: