বর্তমানে সৌদি আরবে অবস্থান করা জাকিরের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলা এ পরোয়ানা জারি করা হয় বলে বার্তা সংস্থা আইএএনএস জানিযেছে।
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে গত বছরের হামলায় জড়িত জঙ্গিরা জাকিরের ভাষণে উদ্ধুদ্ধ হয়েছিল বলে প্রকাশ্যে জানানোর পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।
জাকিরের বিরুদ্ধে সম্প্রীতির পরিপন্থি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। গত বছরের নভেম্বরে জাকির ও তার সঙ্গীদের নামে এফআইআর করে এনআইএ। তাদের অভিযোগ, মুসলিম যুবকদের ক্ষেপিয়ে তুলে সন্ত্রাস ছড়ানোর ছক ছিল জাকিরের।
ইউএপিএ-র আওতায় কেন্দ্র ইতোমধ্যেই জাকিরের এনজিওকে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছে। সম্প্রতি জাকির নায়েকের প্রায় ১৮ কোটি রুপির সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।