ষ্টাফ রিপোটার//
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসূজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে গানে গানে বৈশাখকে বরণ করে নেয়া হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেয়।