Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কাশ্মিরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত





  কাশ্মিরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত

কাশ্মিরে ২ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে আজ ২ গেরিলা নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) গভীর রাত থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তর কাশ্মিরের পাজালপোরা গ্রামে গেরিলারা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরে সেখানে যৌথবাহিনী অভিযান চালালে ওই সংঘর্ষ বাধে।

সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং  আধাসামরিক বাহিনী সিআরপিএফের সমন্বিত বাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় বিএসএনএল ছাড়া সমস্ত কোম্পানির মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়।

নিহত গেরিলারা হিজবুল মুজাহিদীনের সদস্য বলে বলা হচ্ছে। তাদের কাছ থেকে ২ টি একে ৪৭ রাইফেলসহ অন্য অস্ত্র উদ্ধার হয়েছে।

এদিকে, গতকাল (মঙ্গলবার) রাতে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় গেরিলারা সিআরপিএফের একটি ক্যাম্পে গ্রেনেড হামলা চালায়।

সিআরপিএফের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসীরা পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় সিআরপিএফের ১৮০ ব্যাটিলিয়ানের ক্যাম্পে আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারের মাধ্যমে ২ টি গ্রেনেড ছোঁড়ে এবং তারপর কয়েক রাউন্ড গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে গেরিলারা সেখান থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গত এক সপ্তাহের মধ্যে সিআরপিএফের ক্যাম্পে এ নিয়ে দ্বিতীয়বার হামলা চালানোর ঘটনা ঘটল। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

এদিকে, কাশ্মিরে চলমান বিক্ষোভ মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে মোতায়েন নিরাপত্তা বাহিনীকে ১ লাখ প্লাস্টিক বুলেট এবং পাভাশেল পাঠানো হয়েছে। ছররা গুলি নিয়ে বিতর্ক ওঠায় সেখানে এবার প্রচুর পরিমাণে প্লাস্টিকের গুলি পাঠানো হল বলে বিশ্লেষকরা মনে করছেন।#
  






«
Next
Newer Post
»
Previous
Older Post