Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » তিনি কার্যত নিঃস্ব>< কিংবদন্তী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা ব্রিটিশ আদালতের





কিংবদন্তী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা ব্রিটিশ আদালতের
লন্ডন:  কিংবদন্তী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের এক আদালত । ২০১৫ সালে নেওয়া মোটা অঙ্কের ঋণ শোধ করতে ব্যর্থ হওয়ায় বেকারের বিরুদ্ধে মামলা দায়ের করে লন্ডনের বেসরকারি ব্যাঙ্ক আর্বাথনট ল্যাথম অ্যান্ড কোম্পানি। সেই মামলার রায় ঘোষণা করতে গিয়েই বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটিশ আদালত।


রায় দানের সময় বিচারপতি উইম্বলডনের সেন্টার কোর্টে টেনিস কিংবদন্তীর দাপটের কথাও স্মরণ করেছেন।

অথচ সোনালী দিনে এই কিংবদন্তী টেনিস তারকাই জিতেছিলেন ছটা গ্র্যান্ডস্লাম টাইটেল, সারা বিশ্বে ছিল তাঁর বিলাসবহুল একাধিক বাংলো। দুনিয়ার তাবড় তাবড় সুন্দরী মডেলদের হামেশাই তাঁর আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যেত। নিজের সেরা সময় পুরস্কার অর্থ এবং বিজ্ঞাপন বাবদ এই ব্যক্তিই আয় করেছিলেন ৬৩ মিলিয়ন ডলার। একসময় তাঁকে ডাকা হত বুম বুম নামে। আজ ৪৯ বছর বয়সে তিনি কার্যত নিঃস্ব। জানা গিয়েছে আদালতে ঋণ শোধ করার জন্যে আরও কিছুটা সময় এবং আর একবার সুযোগ চেয়েছিলেন বরিসের আইনজীবী। কিন্তু তাতে কর্ণপাত করেনি আদালত। উল্টে আইনজীবী বাড়তি সময় চাওয়ায় বিচারপতি মন্তব্য করেন, একসময় তিনি যাঁকে দেখেছিলেন সেন্টার কোর্টে দাপিয়ে বেড়াতে, তাঁকে এরমধ্যে এমনিতেই একাধিক সুযোগ দেওয়া হয়েছে। তাঁর সঠিক ব্যবহার তিনি করতে পারেননি। তাই আদালতকে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হল।

প্রসঙ্গত, লন্ডনের যে আদালত আজ বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল, সেখান থেকে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকোয়েট ক্লাব মাত্র আট মাইল দূরে। এখানেই ৩২ বছর আগে এক অন্য বরিস বেকারকে দেখেছিল বিশ্ব।






«
Next
Newer Post
»
Previous
Older Post