সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।'
বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মিডিয়া যদি আতঙ্ক সৃষ্টি করে তাহলে ঘরমুখো মানুষ ভয় পায়। শুধু রাজনৈতিক নেতাদের জনগণের দুর্ভোগ কমানোর দায়িত্ব নয়, এখানে মিডিয়ারও দায়িত্ব রয়েছে।ফিটনেসবিহীন কেউ কোনো গাড়ি মহাসড়কে নামাবেন না।
তিনি বলেন, ঈদের সময় কেউ উল্টোপথে গাড়ি চালায় কিনা সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অনেকে বিদ্যুতের স্টিকার লাগিয়ে উল্টোপথে গাড়ি চলার চেষ্টা করে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের নজরদারি রাখতে হবে।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন- হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, হাইওয়ে এডিশনাল ডিআইজি সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা, কালিয়াকৈরের ইউএনও মোহাম্মদ সানোয়ার হোসেন, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া প্রমুখ।
